চট্টগ্রামে অস্ত্র মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার ইলিয়াস
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের করা অস্ত্র মামলার পলাতক আসামি ইলিয়াসকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার বিকেলে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইলিয়াস ভোলা জেলার শশীভূষণ থানার এওয়াজপুর গ্রামের আলকাজ চৌধুরীর ছেলে।
শরীফ উল আলম বলেন, সীতাকুণ্ড থানায় গত ২২ আগস্ট দায়ের হওয়া এক অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াস। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা রয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ইকবাল হোসেন/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫