লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
টিটি/এমএনএইচ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ২ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৩ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৪ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৫ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ