আগুন লাগার সঙ্গে সঙ্গেই সরানো হয় কেমিক্যালের পাত্র
রাজধানীর লালবাগে ভবনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই কেমিক্যালের পাত্রগুলো সরিয়ে নিয়েছিলেন শ্রমিকরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনটিতে কর্মরত শ্রমিক মাহবুব বলেন, দুপুরে খাবার সময় আগুন লাগে। ১২ জন শ্রমিক ছিল। আমরা সবাই দ্বিতীয় তলায় আগুন লাগার সঙ্গেই নিচতলায় থাকা কেমিক্যাল ও রংয়ের পাত্রগুলো বের করে ফেলি। তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
নিচতলা ও দ্বিতীয় তলাসহ মোট ৮০-৯০ জন শ্রমিক কাজ করতেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই
ভবনটিতে কর্মরত একাধিক শ্রমিক জাগো নিউজকে বলেন, নিমতলীতে আগুনের ঘটনার পর এখানে কেমিক্যাল মজুত রাখা হয় না। প্রতিদিন যে পরিমাণ কেমিক্যাল আর রংয়ের প্রয়োজন হয় শুধু ওই পরিমাণই আনা হয়। দুপুর হওয়ায় কেমিক্যাল অনেকটাই শেষ হয়ে গেয়েছিল। বাকি যে কয়টা পাত্রে কেমিক্যাল রাখা ছিল সবাই মিলে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ঢাকা সদর-১ এর জোন কমান্ডার ফয়সালুর রহমান বলেন, আগুন লাগার পর ১০ মিনিটেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। মোট ৮টি ইউনিটের চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে কী কারণে আগুন লেগেছে বা এর সূত্রপাত কীভাবে তা এখনই বলা সম্ভব নয়।
এমএনএইচ/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি