ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিএমপি কমিশনারকে বিদায় সংবর্ধনা দিলো পিওএম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ। সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে এই সংবর্ধনা জানায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)।

খন্দকার গোলাম ফারুক বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। গত বছরের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরা হয়।

jagonews24.com

খন্দকার গোলাম ফারুকের কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

এ সময় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএসএম/কেএসআর