বালুবাহী ট্রাকে বিদ্যুতের তার জড়িয়ে চালকের মৃত্যু
প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনোয়ারা থানার পরৈকোড়া ইউনিয়নের পাটানীকোটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার আনোয়ারা হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের ইয়াকুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বালুবাহী ড্রাম ট্রাক নিয়ে পাটানীকোটা এলাকায় বালি আনলোড করছিলেন দেলোয়ার। এসময় অসতর্কতায় ড্রাম ট্রাকের বডি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পুরো ট্রাক বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার ঘটনাস্থলে মারা যান। এসময় আরেক চালক ও চালকের সহকারী আহত হন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, সন্ধ্যায় মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে আমরা পুলিশকে খবর দেই। মরদেহ পুলিশকে সোপর্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ার হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার