ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন সৌদিপ্রবাসী আমিনুল

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর রামপুরা ও পুরান ঢাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন সৌদিপ্রবাসী আমিনুল ইসলাম (৫০) ও ওয়ার্কশপ কর্মচারী মোস্তাফিজুর রহমান (৫৫)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা ও বিকেল পৌনে ৫টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস বলেন, আমরা জানতে পেরেছি বিমানবন্দর থেকে রাইদা পরিবহনের বাসে সায়েদাবাদ যাচ্ছিলেন আমিনুল ইসলাম। গাড়িতে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে কাছে থেকে টাকা-পয়সা নিয়ে যায়। গাড়ির সুপারভাইজার তাকে আবুল হোটেলের সামনে নামিয়ে দেন। পরে তার পাসপোর্ট থেকে নাম-পরিচয় জানা যায়। আমিনুলের গ্রামের বাড়ি কুমিল্লায়।

অন্যদিকে মোস্তাফিজুর রহমানের সহকর্মী নাঈম বলেন, আমরা দুজন বছিলার একটি ওয়ার্কশপে কাজ করি। মালামাল কেনার জন্য আজ পুরান ঢাকার নবাবপুর যান মোস্তাফিজ। ওই এলাকায় অজ্ঞানপার্টির সদস্যরা তাকে সুকৌশলে কিছু খাইয়ে কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।

কাজী আল-আমিন/বিএ/জেআইএম