ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান ৫৫ বছর বয়সী হাসিনা মমতাজ। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

আরও পড়ুন> নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: নিহত ১, হাসপাতালে তিনজন

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এসময় মারা যান ৩ জন। তারা হলেন, সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯) ও সোহান (৪৫)।

আরও পড়ুন> গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ/ শতভাগ দগ্ধ শরীরে লড়ছিলেন সোহান, মারা গেলেন গভীর রাতে

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনার মৃত্যু হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম