বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে তরুণ সমাজের প্রতি স্পিকারের আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্ম- বার্ষিকী ‘জাতীয় শিশু দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি (বঙ্গবন্ধু) ছিলেন আপসহীন ও সত্যের প্রতি অবিচল। বাল্যকাল থেকে তিনি কোনো অন্যায়কে মেনে নেননি। শিশুকাল থেকে ছিলেন অত্যন্ত প্রতিবাদী।
শিরিন শারমিন বলেন, এ মহান নেতা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আদর্শের সঙ্গে আপস করেননি। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশ ও জাতির প্রতি তার হৃদয়ে যে ভালবাষা ছিল তা তাকে জাতীয় নেতা থেকে বিশ্ব নেতায় পরিণত করে।
বঙ্গবন্ধুর মত দেশকে ভালবেসে খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণ করে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মহাসচিব মাহমুদ উস্-সামাদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কে এম শহীদুল্যাহ, মো. মনিরুজ্জামান পলাশ, লায়ন মজিবুর রহমান হাওলাদার, মোজাহেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এইচএস/আরএস/পিআর