ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হত্যার ১৯ বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ১৯ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমদ (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার তোফায়েল সাতকানিয়া থানার দক্ষিণ চরতি গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া থানার মাস্টার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।

তিনি বলেন, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়ার চরতি গ্রামে নুরুল আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সাতকানিয়া থানায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের অপরাধ দমন ট্রাইব্যুনাল তোফায়েল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

তোফায়েল আহমদকে ২৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। তিনি ঘটনার পর থেকে প্রায় ১৯ বছর আত্মগোপন করে ছিলেন বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

এমডিআইএইচ /এসটি/জিকেএস