রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানী মহাখালী খ্রিস্টান পাড়া এলাকায় মো. কবির হোসেন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মোছা. শাহিনুর আক্তার বলেন, স্বামী পেশায় কাভার্ডভ্যানচালক, তেজগাঁও কুনিপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকি। আজ সকালে মহাখালী খ্রিস্টান পাড়ায় ওর বড় ভাই মানিকের বাসায় বেড়াতে যায়। পারিবারিক বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া দেখতে পাই। তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব