ফাঁকা বাসায় গলায় ফাঁস কিশোরীর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোছা. রিয়া মনি (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (১ অক্টোবর) দিনগত রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর ভাই জিহাদুল ইসলাম জানান, তার বাবা কাতার প্রবাসী হলেও পরিবারের খোঁজ নিতেন না। টাকা-পয়সাও পাঠাতেন না। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অভাবের সংসার তাদের। তারা দুই বোন ও এক ভাই। ঘটনার দিন রিয়ার অন্য বোন বাসায় ছিলেন না। ফাঁকা বাসায় রিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের আর্থিক টানাপোড়েনে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।
রিয়া মনির গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চর-দৌলতখান গ্রামে। তার বাসার নাম আব্দুর রহিম। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা মদিনা মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতো। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন মেয়র শাহাদাত
- ২ অজ্ঞাতপরিচয়ে ঢামেকে নারীর মৃত্যু, মর্গে শনাক্ত করলেন স্বামী
- ৩ ভয়মুক্ত সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা
- ৪ ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন সাবেক ডিএমপি কমিশনার মাইনুল
- ৫ পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন