ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে গাড়ির ধাক্কায় মারা গেলেন বৃদ্ধ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০২ অক্টোবর ২০২৩

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মুজিবুল হক ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের উপ-পরিচালক (এস আই) গোলাম পারভেজ জানান, উত্তর বাড্ডার প্রগতি সরণি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মুজিবুল হকের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার লালানগর গ্রামে। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে আমরা জানতে পেরেছি।

আল আমিন/এমআইএইচএস/এমএস