খাতুনগঞ্জে পলিথিন জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা
দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে পৌনে দুই টন পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ অক্টোবর) খাতুনগঞ্জের ওসমানিয়া গলিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এসময় ওসমানিয়া গলির একটি গোডাউন এবং রহমান অ্যান্ড ব্রাদার্সের গোডাউন থেকে এক হাজার ৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকরী সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার