ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর রাম লক্ষণ জিউ মন্দির শংকর সাধুর আশ্রমের সামনের হানিফ ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মো. হৃদয় বাদশা (২০) নামে এক যুবক আহত হন।
সোমবার (২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরে বাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) সকালের দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপশ মন্ডল জানান, জাতীয় অর্থোপেডিক পূর্ণবাসন ও হাসপাতাল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ছিল।
কাজী আল আমিন/এসটি/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি