গুলশান থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর গুলশান থেকে কুষ্টিয়ার দৌলতপুর থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সোহেল ইসরাককে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৩। মঙ্গলবার (৩ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ অক্টোবর) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ইসরাকের বিরুদ্ধে গত বছরের ১৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।গ্রেফতার ইসরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
টিটি/এসটি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি