ট্রাকের তেলের ট্যাংকে সোয়া লাখ ইয়াবা, গ্রেফতার ৩
ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় পাচারকালে এক লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এসময় তিন মাদক কারবারীকে গ্রেফতারসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ (২৪), চট্টগ্রামের কর্ণফুলী থানার আজিমপাড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (১৯) এবং বাঁশখালী থানার কোকদণ্ডী গ্রামের বাচা মিয়ার ছেলে মো. আলম (২১)।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
আরও পড়ুন>> পেটের ভেতর ৫ হাজার ইয়াবা, গ্রেফতার ২
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের কুমিরা কাজীপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চালক-হেলপারসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকটির জ্বালানির ট্যাংক কেটে এক লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট দিয়ে মোড়ানো ছিল।
পরে গ্রেফতারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
ইকবাল হোসেন/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ২ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৩ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৪ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৫ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ