ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের খাসজমি দখলমুক্ত
রাজধানীর ডেমরা থানার পাইটি মৌজার প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৩৩ শতক খাসজমি উদ্ধার করেছেন ঢাকা জেলা প্রশাসক।
বুধবার (৪ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে
ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করেন। খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে মাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। এসময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও তহসিলদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার চলমান খাসজমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলায় আরও বড় পরিসরে এ অভিযান পরিচালনা করা হবে। সরকারি সব জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হবে।
জেএ/এমকেআর/জিকেএস