ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শিক্ষা ছুটিতে গিয়ে না ফেরায় দক্ষিণ সিটির প্রকৌশলী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

অনুমতি ছাড়া ভিন্ন কোর্সে অংশগ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আজাদকে চাকরিচ্যুত করেছে সিটি করপোরেশন।

বুধবার (৪ অক্টোবর) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

অফিস আদেশে বলা হয়, ২০১৮ সালে আবুল কালাম মোহাম্মদ আজাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স করার জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে যান। এ কোর্সের জন্য তাকে সময় দেওয়া হয়েছিল ২ বছর। মঞ্জুর করা ছুটির অতিরিক্ত সময় তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না মর্মে শর্ত অন্তর্ভুক্ত ছিল। সে মোতাবেক কোর্স শেষে স্বীয় কর্মস্থলে যোগদান করা আইনগতভাবে বাধ্যতামূলক ছিল। তিনি গত পাঁচ বছরেও কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ৩৪ মতে আবুল কালাম মোহাম্মদ আজাদের চাকরি অবসান করা হলো।

এমএমএ/এমএইচআর/জিকেএস