ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাতিরঝিলে ভাসছিল যুবকের মরদেহ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৯ এএম, ০৫ অক্টোবর ২০২৩

রাজধানীর হাতিরঝিলের লেকে ভাসমান অবস্থায় মো. নাহিদুর রহমান (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এস আই) মো. সাইদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নাহিদুর মগবাজার নিউ সার্কুলার রোডের মো. সিদ্দিকুর রহমানের সন্তান। মৃত্যুর বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আল আমিন/এমআইএইচএস