রাস্তায় গাড়ি পার্কিং ও নির্মাণসামগ্রী রাখায় ৬ ব্যক্তিকে জরিমানা
রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং ও নির্মাণসামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ৪ অক্টোবর বুধবার চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।
তিনি নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত সড়কের উভয়পার্শ্বে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেন।
অভিযানে কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ৪ ব্যক্তিকে ১০ হাজার এবং কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মানাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এমডিআইএইচ/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ২ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৩ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৪ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৫ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ