তনুর খুনিদের আইনের আওতায় আনা হবে
ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এখন তদন্তাধীন। তদন্ত শেষে কে বা কারা জড়িত তা বের হয়ে আসবে। এ ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে। দিনভর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলেছে। শাহবাগে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এর পর তিনি নিখোঁজ হন। পরের দিন সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তার বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন।
জেইউ/জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ২ ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ৩ দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ছিলেন ২৩ প্রার্থী, কপাল পুড়লো ২ জনের
- ৪ সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন হোক: সিইসি নাসির
- ৫ যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে: প্রধান উপদেষ্টা