স্মৃতিসৌধে লাল-সবুজ পতাকার মিছিল
হাতে লাল সবুজের পতাকা, মাথায় বাংলাদেশের পতাকা, মুখে স্লোগান, শতাধিক লোকের সারি বদ্ধদল মৃতিসৌধের দিকে এগিয়ে যায়। এই মিছিল আর লোকের ঢল থেকে সহজেই অনুমান করা যায় শহীদদের প্রতি মানুষের ভালোবাসা।
আকর্ষণীয় পতাকার মিছিল নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রাজাকার, শোষণ, বৈষম্য, বেকারত্ব এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই স্লোগান নিয়ে বীর শহীদদের প্রতি গার্মেন্টস শ্রমিকরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, আমাদের নেতা-কর্মীরা স্বতস্ফূর্তভাবে স্লোগান দিয়ে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। শোষণ, বৈষম্য, বেকারত্ব এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ শ্রমিকদের জন্য দরকার। আমরা আমাদের স্লোগানের বাস্তবায়ন চাই।
জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩