যুবলীগ নেতা টাক্কুল হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুরুল ইসলাম টাক্কুল হত্যার মামলায় প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন ওরফে মঈন উদ্দিন ওরফে মঈনুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। এর আগে সোমবার (৯ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। গ্রেফতার মঈনু রাঙ্গুনিয়া থানার মুরাদনগর গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।
র্যাব জানায়, নিহত মনজুরুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। মনজুর এলাকায় বালু ব্যবসা করে। বালু ব্যবসা নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় মনজুরুল এবং তার বন্ধু সেকান্দরকে গুলি এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মঈনু চট্টগ্রাম থেকে পালিয়ে আত্মগোপন করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সোমবার মঈনুর অবস্থান শনাক্ত করে তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করা হয় বলে জানায় র্যাব।
ইকবাল হোসেন/এমএএইচ/