ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বংশালে ছাদ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৭ মার্চ ২০১৬

রাজধানীর বংশাল এলাকার ৬ষ্ঠ তলার একটি বাসার ছাদ থেকে পড়ে শাহদাত হোসেন (৩৫) নামের এক ওমান প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সুরীটুলার নর্থ সাউথ রোডে এই ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি রিয়াজ হোসেন বলেন, শাহদাত হোসেনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার বাশিকপুর গ্রামে। গত এক মাস যাবত তিনি দেশে অবস্থান করছেন। গতকাল (শনিবার) চিকিৎসার জন্য তিনি ঢাকায় আমাদের বাসায় আসেন।

তিনি আরো বলেন, আজ বিকেলে কাউকে কিছু না বলে বাসার ছাদে যান শাহদাত। কিছুক্ষণ পর তার নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান রিয়াজ হোসেন।

এসকেডি/এসকেডি