ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যাত্রাবাড়িতে ১১শ’ কেজি জাটকা জব্দ : ৩ জনকে দণ্ড

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৭ মার্চ ২০১৬

জাটকা ইলিশ বিক্রি করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ির মৎস্য আড়তের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. বাবুল মিয়া (৪০), মো. মাসুম (১৯) ও মো. মফিজুল ইসলাম।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১০ এর এএসপি মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ি মৎস আড়তে এ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মৎস অধিদফতরের ‘জাটকা সংরক্ষণ প্রকল্প’ এর প্রকল্প পরিচালক এবিএম জাহিদ হাবিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযানকালে দেখা যায় ব্যবসায়ীরা চার থেকে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের জাটকা ইলিশ বিক্রি করছেন। এসময় আড়ত থেকে প্রায় ১১শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

বিজ্ঞ আদালত ১৯৫০ সালের মৎস্য আইনের ৫ ধারা লঙ্ঘন করার অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, জব্দকৃত মাছসমূহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

জেইউ/বিএ