কেরানীগঞ্জ থেকে সদরঘাটে নৌকা পারাপার বন্ধ
ঢাকার কেরানীগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত নৌকা চলাচল বন্ধ রয়েছে। তবে সদরঘাট থেকে কেরানীগঞ্জ নৌকা চলছে। শুক্রবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, বুড়ীগঙ্গা নদীর কেরানীগঞ্জ থেকে এ পার অর্থাৎ সদরঘাটে কোনো নৌকা আসছে না। তবে সদরঘাট থেকে কেরানীগঞ্জগামী যাত্রীরা সদরঘাটের ওয়াইজঘাট, শ্যাম বাজার ঘাট থেকে ওপারে যেতে পারছে। তবে এসময় বিশেষ অনুরোধে ওই পার থেকে দুই একটি নৌকা এপারে আসছে।
মাঝিরা জানান, শনিবার সমাবেশ কেন্দ্র করে দুপুর থেকে কেরানীগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত নৌকা চলাচল বন্ধ। তারা জানান, ঘাট মালিকরা যাত্রীদের আসতে দিচ্ছে না। পুলিশের নিষেধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঝী বলেন, ঢাকায় কোনো সমাবেশ হলেই এভাবে নৌকা বন্ধ হয়। কারা বন্ধ করে এসব বিষয়ে আমরা বেশি কিছু জানি না।
কেরানীগঞ্জের দোকানী মুরাদ বলেন, ওপারে আমার বাসা। এখানে চাকরি করি এক দোকানে। হঠাৎ সন্ধ্যায় এসে দেখি ওপারে যাত্রী নেয় না। বিপদে পড়ে গেছি। বাবু বাজার দিয়ে যেতে হবে।
জানা গেছে, আগামীকাল শনিবার রাজধানীতে প্রধান ৩ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলাম ও আওয়ামী লীগের সমাবেশ। এ সমাবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
আরএ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি