ডিবি কার্যালয়ে শিশুশিল্পী লুবাবা
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পৌঁছায় লুবাবা।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লুবাবা এসেছে, হয়তো আরও কিছু তথ্য দেবে।
আরও পড়ুন>> তানজিন তিশার অভিযোগ পেয়েছি, লুবাবার অভিযোগকারী আটক
এর আগেও অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যায় এই শিশুশিল্পী। সেসময় ডিবি প্রধান বলেন, শিশুশিল্পী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি।
টিটি/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পোস্টাল ব্যালটে ১৫ লাখেরও বেশি নিবন্ধন অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা
- ২ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ৩ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৪ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৫ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়