ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩

রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে আফরোজা আক্তার (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) আঙ্গুরা আক্তার সিমা বলেন, খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আফরোজার আত্মীয়দের কাছ থেকে জানতে পারি, পারিবারিক বিষয় নিয়ে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, আফরোজা নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তিনি মুগদার দক্ষিণ মান্ডার একটি বাসায় থাকতেন।

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস