চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহমদ ছফা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের কালীপুর ইউনিয়নের ছপিরের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ ছফা বাঁশখালী থানাধীন সরল ইউনিয়নের জালিয়াঘাটা ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত শরবত আলী ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর কালীপুর ছপিরের দোকান এলাকার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে একটি ডাম্প ট্রাকের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আহমদ ছফা গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালীর রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্র এসআই মনোয়ার হোসেন বলেন, ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ২ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৩ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৪ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪
- ৫ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন