ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাসপাতালে রোগীদের হয়রানি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানিতে জড়িত মো. আশরাফ শামীম (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফ শামীম নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক জাগো নিউজকে বলেন, নানান সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে থাকে চক্রের সদস্যরা।

গ্রেফতার আশরাফ শামীও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করে আসছিলেন। তারা হাসপাতাল থেকে বাইরে রোগী ভাগিয়ে নেন। বাইরে থেকে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন।

এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। একই প্রক্রিয়ায় রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম