চট্টগ্রামে যুবকের ছিনতাই হওয়া ২ মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকার শীতলঝরনা আবাসিক সংলগ্ন একটি কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁ আমির হোসেন বাড়ির বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫), চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ফাজিরহাট গ্রামের আলতাফ পোড়ামনের বাড়ির জহির আহমদের ছেলে রাকিব (২৫) এবং কক্সবাজারের রামু থানাধীন শিলকঘাটা রাজারকুল গ্রামের আলীর ছেলে জসিম উদ্দিন (২৫)। তারা নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জাগো নিউজকে বলেন, ২৯ নভেম্বর রাতে বহদ্দারহাটে মাহাবুব সায়েম নামে এক তরুণের দুটি মোবাইল এবং মানিব্যাগ ছিনতাই হয়। এ ঘটনায় সায়েমের বাবা মাহাবুবুল আলম থানায় লিখিত অভিযোগ দেন। ওইদিনই অভিযোগটি মামলা নিয়ে অভিযান শুরু হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি সাহায্যে ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে চিহ্নিত করা হয়। রোববার দুপুরে বায়েজিদ এলাকার শীতলঝরনা আবাসিক সংলগ্ন একটি কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল এবং দুই হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি জব্দ করা।
এমডিআইএইচ/এসজে