বাসে গণধর্ষণ : দুই আসামি ৩ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে বিনিময় পরিবহনের চলন্ত বাসে পোশাককর্মীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (খ-অঞ্চল) লুনা ফেরদৌস এই রিমান্ড মঞ্জুর করেন।
ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গ্রেফতারদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ধনবাড়ী উপজেলা সদরের জয়নাল আবেদীনের ছেলে চালক হাবিবুর রহমান নয়ন (২৮) ও ধনবাড়ী নিজবর্ণির মোতালেব হোসেনের ছেলে রেজাইল করিম জুয়েলকে (৩২) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপর আসামি দয়ারাম বাড়ির আরশেদ আলীর ছেলে আবদুল খালেক ভুট্টোর (২৩) রিমান্ড আবেদন শুনানি রোববার হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য, শুক্রবার বিনিময় সার্ভিসের একটি বাসে ধনবাড়ী খালার বাড়ি থেকে গাজীপুর কর্মস্থলে ফিরছিলেন এক পোশাককর্মী (২৩)। এসময় বাসের চালক ও সহকারীদের দ্বারা ধর্ষণের শিকার হন তিনি।
এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধনবাড়ী থানায় মামলা দায়ের করলে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
এআরএ/আরআইপি