সুন্দরবনকে রক্ষার নির্দেশনা চেয়ে রিট
বিশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার আইনজীবী সৈয়দা শাহিন আরা লায়লি রিট আবেদনটি দায়ের করেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শুনানির পর আগামী ৫ জানুয়ারি পরবতী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আইনজীবী সৈয়দা শাহিনের পক্ষে আদালতে আবেদনটি উপস্তাপন করেন অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া। আবেদনে বলা হয়েছে- গত ৭ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কার্গো সাউদার্ন স্টার ট্যাংকারটি তেল পরিবহনের উপযোগী ছিল না। সুন্দরবনের ৮০ বর্গ কিঃমিঃ জায়গায় উক্ত ট্যাংকারের ফার্নিশ অয়েল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীব বৈচিত্রসহ প্রাকিতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যা পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর।
আবেদনে পরিবেশ ও বন মন্ত্রালয়ের সচিব, শিপিং কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো