পেঁয়াজের অস্বাভাবিক দাম, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চট্টগ্রাম মহানগরীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বাজার ও বায়েজিদের আমিন কলোনিতে এ অভিযান চালায় অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে পাহাড়তলী বাজারের মেসার্স বাছামিয়া সওদাগর, মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজ এবং টিসিবির তেল ও অননুমোদিত রং বিক্রির অভিযোগে বায়েজিদের মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং রানা দেব নাথ।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার