ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘দখল-দূষণে শহরের সবুজ ও জলজ অংশ বিলীন হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২০ এএম, ১২ জানুয়ারি ২০২৪

‘বাংলাদেশ একটি হাওর, বাঁওড় ও নদীবেষ্টিত দেশ। আমরা হাওরে রাস্তা ও অসংখ্য ব্রিজ করার পক্ষে ছিলাম না। আমরা বলেছিলাম এর ফলে জলাবদ্ধতা ও বন্যা দেখা দেবে। সরকার আমাদের কথা না শোনার কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আমরা এবারের সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে প্রত্যাশা করি যেন দেশের নগরায়ন স্থায়িত্বশীল ও জনকল্যাণকর হয়।’

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। আগামী শনিবার (১৩ জানুয়ারি) খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা এবং সমাধান’ শীর্ষক সম্মেলন আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রত্যাশিতভাবেই বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নগরায়ণ এগিয়ে চলেছে। দেশে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শহর বা নগরাঞ্চলে বসবাস করছে এবং নগরবাসীর প্রায় ৩২ শতাংশই ঢাকায় বাস করে। রাজধানী ঢাকার ক্ষেত্রে সমগ্র রাজউক এলাকায় বর্তমান জনসংখ্যা ২৬ মিলিয়ন এবং জনশুমারি ২০২২ অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিদ্যমান জনসংখ্যা প্রায় ১০ দশমিক ২৮ মিলিয়ন।

বিবিএসের তথ্য অনুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশনে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৩৯ দশমিক ৩৫ হাজার এবং উত্তর সিটি করপোরেশনে বর্গকিলোমিটারে প্রায় ৩০ দশমিক ৪৭ হাজার মানুষ বাস করে। অথচ নগরবাসীর বিভিন্ন মৌলিক চাহিদা অর্থাৎ, বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন, সড়ক, পরিবহন, বাসস্থান ইত্যাদির চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া দেশব্যাপী ক্রমাগত দখল এবং দূষণে শহরগুলোর সবুজ ও জলজ অংশসমূহ বিলীন হয়ে পড়ছে।

সংবাদ সম্মেলনে বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য পাঠ করেন বাপা সহ-সভাপতি ও বেন-এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক স্থপতি ইকবাল হাবিব, সহ-আহ্বায়ক এবং বেন-এর বৈশ্বিক সমন্বয়ক, মো. খালেকুজ্জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বাপার যুগ্ম সম্পাদক, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

নজরুল ইসলাম সম্মেলনের প্রেক্ষাপট সম্পর্কে বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নগরায়ণের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। গ্রাম থেকে লোক কর্মসংস্থানের উদ্দেশ্যে শহরের দিকে ধাবিত হচ্ছে। গ্রামীণ সমাজব্যবস্থায় কৃষি উৎপাদন ব্যতীত অন্য পেশা গ্রহণের সীমিত সুযোগ ও গ্রামীণ কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য-বস্ত্র, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির অনিশ্চয়তা এবং পাশাপাশি জলবায়ুজনিত পরিবর্তনের বিভিন্ন প্রভাবের কারণে মানুষ অনেকটা বাধ্য হয়েই শহরের দিকে ধাবিত হচ্ছে।

এমএমএ/বিএ/এমএস