তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি- সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৩ জানুয়ারি) রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের প্রধান অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সাভিস ঘটনাস্থনে এখনও কাজ করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য তিনি জানাতে পারেননি।
এনএস/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ ধনী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও এর আশপাশে ড্রোন না ওড়ানোর অনুরোধ
- ৩ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী-সাধারণ মানুষের ঢল
- ৪ হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
- ৫ ওসমান হাদি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ: প্রেস সচিব