ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবহাওয়ার খবর: ২৪ জানুয়ারি, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ জানুয়ারি ২০২৪

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।

১০ মাঘ, বুধবার। সবার সুবিধার্থে আজকের (২৪ জানুয়ারি) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।

 

আজকের সর্বোচ্চ তাপমাত্রা (টেকনাফ)

২৫.৭ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)

৮.৪ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

১২.৪ ডিগ্রি সেলসিয়াস

আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা

২৩.৪ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আরএমএম/জেডএইচ/জেআইএম