ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে ডিএসসিসির কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সংস্থাটি। এই দুই কর্মচারীর নাম মো. আলী ও মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি জানান, সরকারি অর্থ আত্মসাৎ করায় চেইনম্যান মো. আলীকে বরখাস্ত করা হয়েছে। আর বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিজানুর রহমানকে চাকরি হতে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ পৃথক অফিস আদেশ জারি করেছে সচিব দপ্তর।

এমএমএ/জেডএইচ/জেআইএম