সিরাজ, আকরাম ও লতিফের বিরুদ্ধে অষ্টম সাক্ষির সাক্ষ্য গ্রহণ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের অস্টম সাক্ষির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বুধবার অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ৮ম সাক্ষি আনন্দ লাল (৬০) জবানবন্দি পেশ করেন। সাক্ষির সাক্ষ্যগ্রহণে সহায়তা করেন প্রসিকিউটর সায়েদুল হক সুমন। পরে মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সাক্ষি তার জবানবন্দিতে আসামি লতিফ ও সিরাজ মাস্টারের বিরুদ্ধে ১৯৭১ সালের ৫ নভেম্বর বাগেরহাটের শাখারিকাটি এলাকায় তার পিতাকে হত্যাসহ তাকে নির্যাতনের ঘটনার বর্ণনা দেন। আগামীকাল বৃহস্পতিবার এ সাক্ষিকে জেরা করবে আসামিপক্ষ।
সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে গত ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। এ ৩ আসামির সকলকেই আটক হয়ে কারাগারে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে এ ৩ আসামিসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে একটি মামলাটি দায়ের করেন। পরে বাগেরহাটের আদালত এ মামলাটি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। -বাসস