ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাণিজ্যমেলা

রিগ্যাল প্যাভিলিয়নে নতুন ফার্নিচারের সমাহার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

নতুন নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল। সেইসঙ্গে পণ্যভেদে দেওয়া হচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলার ভবনের ‘এ’ নম্বর হলের ৪৩ নম্বর প্রিমিয়ার স্টলটি সাজিয়েছে রিগ্যাল। নান্দনিক ডিজাইনের এ ফার্নিচারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাট, সোফা, সোফা কাম বেড, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। এসব ফার্নিচার তৈরি করা হয়েছে কাঠ, প্লাইউড ও মেটাল দিয়ে।

আরও পড়ুন>>>বাণিজ্যমেলায় ভোজনরসিকদের চাহিদা মেটাচ্ছে মিঠাই

রিগ্যাল প্যাভিলিয়নে নতুন ফার্নিচারের সমাহার

রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং চিত্ত রঞ্জন বলেন, ক্রেতাদের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন, টেকসই ও স্টাইলিস্ট ফার্নিচার নিয়ে এসেছি। এসব ফার্নিচারে ১০ শতাংশ ফ্লাট ছাড়সহ নির্দিষ্ট ফার্নিচারের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

তিনি আরও জানান, রিগ্যাল ফার্নিচার কিনলে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া মেলা থেকে পণ্য কিনলে থাকছে সারাদেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।

এসআইটি/এএসএম