সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চারুলতার ব্যতিক্রমী উদ্যোগ
বছরের একটা দিন নির্ধারিত। নামি রেস্টুরেন্টে যাবে, খাবে মজা করবে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চারুলতা।
শনিবার (৯ মার্চ) বিকেলে নগরের জামালখানের ইডেন রেস্টুরেন্ট অ্যান্ড কিডস জোনে অনুষ্ঠিত হলো এবারের আয়োজন। এছাড়া একইদিনে চারুলতার প্রয়াত উপদেষ্টা ডা. আকাশ স্মরণে ডা. আকাশ মেধাবৃত্তি ও প্রয়াত সদস্য মাহতাব উদ্দীনের স্মরণে মাহতাব উদ্দীন মেধা বৃত্তি তুলে দেওয়া হয় দুই শিক্ষার্থীর হাতে।
চারুলতার উপদেষ্টা ডা. অভীক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও গনি হাসপাতালের চেয়ারম্যান ওসমান গনি, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. আমান উল্লাহ আমান, পর্বতারোহী সাইক্লিস্ট ডা. বাবর আলী চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হুসাইন রুমন, প্রকৌশলী রাজেন দে, সৌমেন নন্দী।
অনুষ্ঠানে ডা. ফজলে রাব্বি চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বলেন, আপনারা ভবিষ্যতের কর্ণধার। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ আপনাদের হাতে। তাই পড়াশোনা করে জীবনে সফলতা অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে চারুলতা বিদ্যাপীঠের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুলতার সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
এএজেড/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে