ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মজিনার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশে নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন।
মজিনা তৃতীয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ সফলভাবে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেন এবং আশা করেন যে, শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন।

রাষ্ট্রদূত তার গোটা বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বলেন, সাংস্কৃতিক ঐশ্বর্য ও সহনশীলতা এবং জনগণের উদ্ভাবনী ক্ষমতায় বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।

তিনি আরও বলেন, তিনি আমেরিকার জনগণের কাছে সমৃদ্ধ বাংলাদেশের গল্প বর্ণনা অব্যাহত রাখবেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে মজিনা বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ক যেকোন সময়ের চেয়ে এখন অনেক ব্যাপক, গভীর ও শক্তিশালী এবং দিনে দিনে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। -বাসস