চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ (১৭) মাহুত আজাদ আলীর ছেলে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহুত আজাদ আলী দীর্ঘদিন ধরে চিড়িয়াখানায় চাকরি করছেন। এদিন তিনি তার ছেলেকে নিয়ে হাতির এক্সারসাইজ গ্রাউন্ডে ঢুকে যান। হাতি ছেলেটাকে না চেনায় আক্রমণ করে।
পরিচালক বলেন, বিষয়টি আমরা সাড়ে ১১টায় জানতে পারি। আমাদের না জানিয়ে আহত অবস্থায় ছেলেকে নিয়ে তার বাবা হবিগঞ্জের কুলাউড়ায় রওনা হন, পথে ছেলেটির মৃত্যু হয়।
এর আগে গত বছরের জুনে চিড়িয়াখানায় হায়নার কামড়ে একটি শিশুর হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়।
এসএম/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার