ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাইরের অটোরিকশা ঢাকায় প্রবেশ, জরিমানা ৪৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

ঢাকার বাইরের সিএনজিচালিত অটোরিকশা ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ প্রতিরোধকল্পে ডিএমপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৩ অটোরিকশাচালককে সাড়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও জাতীয় সংসদ ভবন এলাকায় ট্রাফিক তেজগাওঁ বিভাগের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান।

বাইরের অটোরিকশা ঢাকায় প্রবেশ, জরিমানা ৪৫ হাজার টাকা

তিনি বলেন, এসময় আইনবহির্ভূতভাবে ঢাকা শহরে প্রবেশ করায় বাইরের ১৩ জন অটোরিশাচালককে সড়ক পরিবহন আইনে সাড়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সংক্রান্ত তাদের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়।

টিটি/এমএএইচ/জেআইএম