ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে ফিরেছে সমুদ্রজয়

প্রকাশিত: ০১:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৪

মালদ্বীপের রাজধানী মালিতে পানি সঙ্কটের সময় বাংলাদেশ থেকে সুপেয় পানি নিয়ে যাওয়া নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’ চট্টগ্রামে এসে পৌঁছেছে। শুক্রবার বেলা পৌনে ১১টায় নৌবাহিনীর চট্টগ্রাম ঘাঁটিতে এসে পৌঁছে জাহাজটি।

এসময় নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার কমডোর খালিদ ইকবালসহ উর্ধ্বতন কর্মকর্তারা ‘সমুদ্রজয়’ জাহাজের নাবিকদের স্বাগত জানান।

নৌবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার শামীম মোহাম্মদ খান জানান, মালেতে জরুরি সহায়তা হিসেবে সুপেয় পানি সরবরাহ শেষে ১৫ ডিসেম্বর রওনা দিয়ে শুক্রবার বেলা ১১টায় সমুদ্রজয় চট্টগ্রাম নৌঘাঁটিতে এসে পৌঁছায়। এর আগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে রওয়ানা দিয়ে ১১ ডিসেম্বর মালদ্বীপের মালে বন্দরে পৌঁছায় ‘সমুদ্রজয়’।

তিনি আরও জানান, জাহাজের অধিনায়ক কুতুব উদ্দিন, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী (অব.) কর্নেল আহমেদ নাজিমের কাছে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টন বোতলজাত বিশুদ্ধ পানি এবং ৫টি পানিশোধনকারী যন্ত্র হস্তান্তর করেন। এসময় সে দেশের মন্ত্রী এ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।