অবৈধ পলিথিন বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অবৈধ পলিথিন বিক্রি করায় ফেনীর দাগনভূঞা উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট তানভীর হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর শহরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। এসময় অবৈধ পলিথিন মজুত রাখায় বসুরহাট সড়কের জাহাঙ্গীর ট্রেডার্সকে সাত হাজার টাকা জরিমানা ও ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া হারুন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় সরকারিভাবে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর, সহায়ক মোশাররফ হোসেন, দাগনভূঞা থানার পুলিশের একটি দল সহায়তা করে।
তানভীর হোসেন জাগো নিউজকে জানান, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এর ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহ দিচ্ছে।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ