ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্যাঙ্কার ডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:৪৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনে ট্যাঙ্কার ডুবির ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি মেয়র মনিরুল ইসলাম মনির, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী ও পরিবেশ আন্দোলনের নেতা ড.ফরিদুল ইসলাম।

জানা যায়, কমিটিকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিএনপির মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।