ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আবারো ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২২ এপ্রিল ২০১৬

জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের দ্বিতীয় দফায় আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে তাকে সিএমএম কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে শুনানির পর  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তদন্ত কর্মকর্তাদের দাবি তার কাছ থেকে নতুন কিছু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো আংশিক। তাই তাকে আরো ৭ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) হাসান আরাফাত।

এআর/এআরএস/এমএস

আরও পড়ুন