ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কোরবানির পশু পরিবহনে তিনদিন চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৮ মে ২০২৪

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি এবারের ঈদযাত্রা নিরাপদ হবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।

আরও পড়ুন

এনএস/এমএইচআর/জিকেএস