ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তরুণরা উন্নয়নের রেকর্ড ভাঙ্গবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০২:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের তরুণরাই আগামীতে উন্নয়ন ও অগ্রগতির সকল রেকর্ড ভাঙ্গবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ‘নতুন উদ্ভাবনের খোঁজে’ শীর্ষক ‘মোবাইল এ্যাপস কনটেস্ট- ২০১৫’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেধাবী তরুনরা বিদেশে আইটিসহ যেকোন প্রতিযোগিতায় বিজয়ী হবে। নতুন প্রজন্ম খুবই সাহসী ও মেধাবী এবং তারা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শিক্ষা মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে দেশের ২০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাল্টি মিডিয়া’ শ্রেনী কক্ষ চালু করেছে এবং শিক্ষকদেরকে ‘উইন্ডোজ ব্লগ’- এর সাথে পরিচিত করেছে।

এথিকস এ্যাডভ্যান্সড টেকনোলজি লিমিটেড (এমএটিএল) এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, দৈনিক প্রথমআলোর সম্পাদক মতিউর রহমান, এমএটিএল- এর ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান।